চিনে একদিনে কোভিডে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ কোটি ৭ লক্ষ মানুষ। চিনের প্রশাসন সূত্রের অভ্যন্তর থেকেই এই ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছে। গত ৩ বছর অতিমারির সময় চিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪০ লক্ষের কাছাতাছি। এবার সেই রেকর্ড ভেঙে দিল চিন।
সংবাদ সংস্থা ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনের পরিসংখ্যানেই এই সংখ্যা পাওয়া গিয়েছে। এরপর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা। চিনের মোট জনসংখ্যার ১৮ শতাংশ কোভিড আক্রান্ত বলে জানা গিয়েছে।
সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে, দিনে ৩০৪৯ জন কোভিডে আক্রান্ত হচ্ছেন। কিন্তু এই তথ্য যে সঠিক নয়, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য কোনও দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ার পর কোভিডে আক্রান্ত হলে তাঁকে পজিটিভ হিসেবে ধরা হবে না।
প্রসঙ্গত, কিছুদিন আগেই গণবিক্ষোভের মুখে কোভিড শূন্য নীতি থেকে সরে এসেছিল চিন। কোভিড বিধি উঠে গিয়েছিল। এরপরই সংক্রমণ বাড়তে থাকে।