২৭ নভেম্বর, দিনটির সঙ্গে জুড়ে একাধিক ইতিহাস। এই দিনই প্রথম দেশলাই কাঠি আবিষ্কার হয়েছিল। যা মানবসভ্যতার ইতিহাস পাল্টে দেয়। ১৮২৬ সালে ব্রিটিশ রসায়নবিদ জন ওয়াকার এই আবিষ্কার করেছিলেন। নিজের ল্যাবরেটরিতে কাজ করছিলেন। কোনও কাঠের টুকরোর মাথার দিকে কোনও রাসায়নিক জমে ছিল। ঘষতেই আগুন জ্বলে ওঠে। এইভাবেই ভুল করে আবিষ্কার হয়ে যায় দেশলাই কাঠি। যা দৈনন্দিন ব্যবহারে মানুষের কাছে অপরিহার্য।
ক্রিকেট ইতিহাসের কালো দিন ২৭ নভেম্বর। সিডনিতে সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের ম্যাচ চলছিল। এই ম্যাচে শর্ট পিচ বল মাথায় লাগে ফিলিপ হিউজের। ২ দিন কোমাতে থাকার পর এদিনই মৃত্যু হয় তাঁর। ২০১৪ সালে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ক্রিকেটমহলে।
প্রখ্যাত সাহিত্যিক হরিবংশ রায় বচ্চনের জন্মদিবস ২৭ নভেম্বর। ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর কবিতা জীবনের বিভিন্ন সময়ের প্রচ্ছদ তুলে ধরে। তাঁর বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্যতম মধুশালা। এছা়ড়া 'মধুবালা', 'মধুকলস'-এর মতো রচনাও অমর হয়ে আছে।