দেশে ফিরতে উন্মুখ ইউক্রেনে থাকা ভারতীয়রা। উৎকণ্ঠায় ঘুমহীন রাত কাটছে পরিবারের। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। তারপরই ২৪ ফেব্রুয়ারি বন্ধ হয়ে যায় রাজধানী কিয়েভের এয়ার স্পেস। কিয়েভের ভারতীয় দূতাবাস চত্ত্বরে জমায়েত হলেন প্রায় শ'দুয়েক ভারতীয় পড়ুয়া।
ভারতীয় দূতাবাসের তরফেই সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। ইউক্রেনের ভারতীয় দূত জানিয়েছেন, তাঁদের ভেতরে প্রবেশ করতে না দিয়ে বাইরে অপেক্ষা করিয়ে রাখার কারণ একটাই, ইউক্রেন সরকারের দৃষ্টি আকর্ষণ করা।
ইউক্রেনে থাকা ভারতীয়দের আতঙ্কিত হতে না করা হয়েছে। বাড়ির কাছাকাছি এয়ার সাইরেন বা বম্ব ওয়ার্নিং শুনতে পেলে তাঁদের বম্ব শেল্টারে আশ্রয় নিতে অনুরোধ করা হয়েছে দূতাবাসের তরফে।