রমজান মাসের শুরুতেই সৌদিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ২০ জন তীর্থযাত্রীর। আসির নামে একটি শহরের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জনের। আহত আরও ২৯ জন। জানা গিয়েছে, তাঁরা সকলেই উমরাহর উদ্দেশ্যে মক্কা যাচ্ছিলেন।
সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমএর খবর অনুযায়ী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। প্রথমে একটি ব্রিজে ধাক্কা মারে বাসটি। আগুন ধরে যায় বাসটিতে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ব্রেক ফেল করেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
সোমবারের এই ঘটনা মনে করিয়ে দিল ২০১৯ সালে মদিনার আরও এক ভয়াবহ দুর্ঘটনার কথা। সেই বছর বিদেশি তীর্থযাত্রীদের একটি বাস এভাবেই দুর্ঘটনার কবলে পড়েছিল। মৃত্যু হয়েছিল ৩৫ জন বিদেশি নাগরিকের