রবিবার সকালে দুর্ঘটনার কবলে ঢাকাগামী যাত্রী বোঝাই বাস। রবিবার ভোরে খুলনা থেকে বাসটি ছেড়েছিল। পদ্মা সেতুর আগে মহাসড়কে রেলিং ভেঙে উলটে যায় বাসটি। এখনও পর্যন্ত ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩০ জনের বেশি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান।
বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সকাল সাড়ে সাতটা নাগাদ মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারান বাসচালক। মহাসড়কে রেলিং ভেঙে খাদ পড়ে যায় বাসটি।
কী কারণে এই দুর্ঘটনা তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির ফলেই দুর্ঘটনাটি ঘটেছে।