Ukraine boy : হাজার কিলোমিটার পথ পেরিয়ে যুদ্ধক্ষেত্রের নয়া পথিক, স্লোভাক সীমান্তে হাজির ১১ বছরের বালক

Updated : Mar 07, 2022 18:37
|
Editorji News Desk

কতটা পথ পেরলো তাকে পথিক বলা যায়.... কবীরের কলমের এই লাইন এখনও অমলীন বঙ্গ জীবনে। কিন্তু একী বিস্ময়, নাকি মায়া, নাকি বাস্তব। ঘোর যুদ্ধের মাঝে হাঁটছে একটি ছেলে (A boy)। বয়স মাত্র ১১ বছর (Age 11)। এক, দুই, তিন পেরিয়ে একশো-দুশো নয়। একেবারের হাজার কিলোমিটার (1,000 km)। শাকিন জাপোরিঝঝিয়া (Zaporozhzhia)। সম্বল বলতে পিঠে ব্যাগপ্যাক, মায়ের চিঠি, আর হাতে লেখা এক আত্মীয়ের টেলিফোন নম্বর। তার কীর্তিকে আজ কুর্নিশ করছে গোটা দুনিয়া। পুতিন সেনার সামনে বুক চিতিয়ে লড়ছে ইউক্রেন সেনা। ইউক্রেনীয়দের কাছে আজ অনুপ্রেরণা এই এগারোর বছরের বালক। যে হাজার কিলোমিটার পথ পেরিয়ে স্লোভাকিয়ায় হাজির হয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত জাপোরিঝঝিয়া। রুশ বোমার নিশানা থেকে এই শহরও নিস্তার পায়নি। সব ধ্বংসের মধ্যে রয়ে গিয়েছেন বাবা-মা। অসুস্থ ঠাকুমাকে দেখভালের জন্য। আর ছেলেকে আত্মীয়ের বাড়িতে পাঠাতে তৎপর হয়েছিলেন মা। তাই চিঠি লিখেছিলেন আত্মীয়ের কাছে। ছোট্ট ছেলের সাহসে মুগ্ধ স্লোভাক প্রশাসন ৷ সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক থেকে বলা হয়েছে, ‘‘রবিবার রাতের সবথেকে বড় নায়ক’’৷ স্লোভাক সীমান্তে হাজিরের পর প্রশাসনিক আধিকারিকরা তার হাতের নম্বর দেখে যোগাযোগ করেন পরিজনদের সঙ্গে। পরে রাজধানী ব্রাতিস্লাভা থেকে এসে তারা নিয়ে যান ১১ বছরের এই ছেলেকে। জানা গিয়েছে, ছেলেকে সঙ্গে দেওয়া চিরকুটে তার মা ধন্যবাদ জানিয়েছেন স্লোভাক সরকার এবং পুলিশকে। তাঁর ছেলেকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য ৷

আরও পড়ুন : এই নিয়ে দ্বিতীয়বার মোদী-জেলেনস্কির কথা, ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের প্রশংসা

স্লোভাকিয়া পৌঁচ্ছে আপাতত নিরাপদে ১১ বছরের এই ছেলে। ইউক্রেন-স্লোভাক সীমান্তে তার পরিচর্চায় ব্যস্ত এখন স্বেচ্ছাসেবকরা। গত ১০ দিনের বেশি সময় ধরে যুদ্ধ হচ্ছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। কিন্তু রবিবারের স্লোভাক সীমান্ত যে ঘটনার সাক্ষী থাকল, তা নিঃসন্দেহে ব্যতিক্রম। সত্যি পুতিন-জেলেনস্কিকে ছাপিয়ে এই যুদ্ধের হিরো ১১ বছরের এই ছেলে।

BoyRussia Ukaine War

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির