ইতিহাসের পাতায় ১১ নভেম্বরের গুরুত্ব অনেক। এই দিনই ১৯১৮ সালে শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৪ সালের ২৮ জুলাই থেকে শুরু হয় এই বিশ্বযুদ্ধ। অক্ষশক্তি ও মিত্রশক্তির লড়াইয়ে প্রভাব পড়ে গোটা বিশ্বে। এই দিন অস্ট্রিয়া ও হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে। এই যুদ্ধে যোগ দেয় একাধিক দেশ।
দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিবস। ১৮৮৮ সালে জন্মগ্রহণ করেন এই প্রতিভা। শিক্ষাক্ষেত্রে তাঁর অসাধারণ কাজের প্রভাব ছিল দেশজুড়। ২০০৮ সাল থেকে, তাঁর জন্মদিবসকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।
প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরই স্বাধীনতা পায় পোল্যান্ড। ১১ নভেম্বর, ১৯১৮ সালে স্বাধীন দেশ হিসেবে ঘোষিত হয় পোল্যান্ড। এই দিনই ১৯৭৫ সালে পর্তুগাল থেকে বেরিয়ে নিজেদের স্বতন্ত্র দেশ দাবি করে অ্যাঙ্গোলা।