প্রাইভেট টিউটিরকে বিয়ে করতে চেয়ে তাঁর বাড়ির সামনে ধর্নায় বসল এক নাবালিকা৷ সে দশম শ্রেনীর ছাত্রী। এমনকি বিয়ে না করলে সেই ছাত্রী অনশনের পথে হাঁটবে বলেও জানায়। ছাত্রী ধর্নায় বসতেই চম্পট দেন শিক্ষক মনিরুজ্জামান৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের খামাতপাড়া নামের একটি গ্রামে।
Suman Mukherjee-Anirban : অমিতের গায়ে হাত, ফুঁসে উঠেছিলেন অনির্বাণ! তাঁর প্রতিবাদে সহমত পোষণ সুমনের
জানা গিয়েছে, ছাত্রীর বয়স ১৬ বছর। গত দু'বছর ধরেই সে ওই শিক্ষকের কাছে পড়ছে। টিউশন পড়তে গিয়েই তাদের সম্পর্ক গভীর হয় বলে অভিযোগ ছাত্রীর৷ এরপর বিয়ে করার দাবিতেই ধর্নায় বসে নাবালিকা। তার অভিযোগ, যতবারই সে 'মাস্টারমশাই'কে বিয়ের প্রস্তাব দিয়েছে, শিক্ষক এড়িয়ে গিয়েছেন, এমনকি শিক্ষক তার সঙ্গে বহুবার শারিরীক সম্পর্কে লিপ্ত হয়েছেন বলেও জানায় সে। ছাত্রীর হুঁশিয়ারি, 'বিয়ে না করলে না খেয়েই থাকব' ...