রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিকে আটকে গাড়ি? কোনও সম্ভাবনাই নেই। কারণ বাজারে আসতে চলেছে উড়ন্ত গাড়ি। গল্প নয়, সত্যি! আলেফ অ্যারোনটিক্সের ফ্লাইং কারকে ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে মার্কিন সংস্থা এফএএ।
২০২২-এর অক্টোবরে উড়ন্ত গাড়ির মডেল প্রথম প্রকাশ্যে এনেছিল সংস্থা। ইতিমধ্যে ৪৪০ টি গাড়ির প্রি অর্ডার করা আছে। তবে ফ্লাইং কারের পরিষেবা শুরু হতে ২০২৫ হবে। আলেফের এই গাড়ি পুরোপুরি বৈদ্যুতিক।
Apple i Phone 14: কত কমে পেতে পারেন আইফোন ১৪, জানুন অ্যামাজন-ফ্লিপকার্টের ডিল
রাস্তায় চলতে হলে ঘণ্টায় ২৫ মাইলের বেশি গতি ওঠাতে পারবে না এই গাড়ি, কিন্তু প্রয়োজন হলেই উড়তে পারবে। তবে সব জায়গায় এবং সবার জন্য এই পরিষেবা মেলার অনুমতি এখনও দেয়নি মার্কিন প্রশাসন।