২০২০ সালেই ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটক। অভিযোগ, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ইউজারদের সমস্ত তথ্য নিজেদের কাছে রেখে দিচ্ছে টিকটক। ফোর্বসের একটি রিপোর্ট অনুযায়ী, ব্যক্তিগত পরিচয়পত্র সহ ইউজারদের অন্যান্য বহু তথ্য এবং সামাজিক বার্তালাপের তথ্যও তাঁদের ভারতীয় অ্যাকাউন্ট থেকে নিয়ে নিজেদের কাছে রেখে দিচ্ছে এই চাইনিজ অ্যাপ।
উল্লেখ্য, এর আগে টিকটক-এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ভারত সরকারের সব নির্দেশ মানা হয়েছে সংস্থায় এবং গুগল ও অ্যাপল স্টোর থেকেও সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপটি।
ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রেও একইরকমভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে টিকটিকের ওপরে