তাঁর কাছে রোজই জন্মদিন। বিশ্ব ফুটবলের তিনি বিস্ময় বালক (Wonder kid)। তা দেশের জার্সিতেই হোক বা ক্লাব ফুটবলে। মেসি (Messi)-রোনাল্ডো যুগেও তিনি নিজেকে সবসময়ে আলাদা করেছেন। তিনি ব্রাজিল (Brazil) ফুটবলের (Football) অন্যতম ধ্রুবতারা নেইমার (Neymar)।
সাও পাওলো (Sao paulo)) থেকে প্যারিস (Paris)। গত কয়েক বছরে বিশ্ব মজছে তাঁর স্কিলে। তা সে ব্রাজিলের জার্সি গায়ে হোক বা প্যারি সাঁজার জার্সিতে। তিরিশ বছরের জন্মদিনে নিজের সোশাল মিডিয়া পোস্টে তাঁর পছন্দের সেরা পঁচটি ছবিও পোস্ট করেছেন নেইমার। বিশেষ একটি কেকের ছবির পাশাপাশি রয়েছে, তাঁর ফুটবল 'গুরু' মেসির ছবিও।
মাঠ ও মাঠের বাইরে এক রঙিন চরিত্রের নাম নেইমার। গত কয়েক বছরে হলিউডের একাধিক অভিনেত্রী প্রেমে হয় তিনি পড়ছেন, না হলে তাঁরা নেইমারের প্রেমে হাবুডুবু খেয়েছেন। কিন্তু কোনও সম্পর্কই কোনও পরিণতি পায়নি। তাই নেইমারের তিরিশতম জন্মদিনে নেইমার ভক্তরা তাকিয়ে নতুন এক সম্পর্কের দিকে।
ইতিমধ্যেই একটি নাম ঘিরে জল্পনা শুরু হয়েছে। তাঁর নাম ব্রুনা। বেশ কযেকমাস ধরেই নেইমারের পাশে তাঁর এই নতুন বান্ধবীর নাম ঘিরে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, প্য়ারিসে নাকি নতুন বান্ধবীকে নিয়ে মেসির বাড়িতেই গিয়েছিলেন নেইমার। কিন্তু তাঁর ঘনিষ্ঠদের কাছে এ সবই রটনা। আসলে চোট সারিয়ে মাঠে ফেরা নেইমারের মন এখন ফুটবলে। কারণ, এই বছরই কাতারে বিশ্বকাপ। আর নেইমারের পাখির চোখ এখন কাতার।