Indian Wedding : 'অ্যানিম্যাল' সিনেমার কায়দায় বিয়ে, তুমুল ভাইরাল হলেন বর-বউ

Updated : Dec 16, 2024 17:21
|
Editorji News Desk

'অ্যানিম্যাল'-এ একটা দৃশ্যের কথা মনে আছে? যেখানে গোটা মেশিনগানের গাড়ি নিয়ে একটি হলঘরে ঢুকে পড়েছিল রণবীর কাপুর অভিনীত চরিত্রটি। তারপর টানা অ্যাকশনের দৃশ্য। ২০২৩ সালে 'অ্যানিম্যাল' রিলিজ করার পর থেকে ছবিটি নিয়ে নানা কারণেই বহু আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম বহু-আলোচিত দৃশ্যটিই হল এটি। ওই সিনেমায় ৫০০ কেজি ওজনের মেশিনগানটি ব্যবহার করা হয়েছিল। এবার বাস্তব জীবনেও উঠে এল সেই 'কাল্ট' হয়ে যাওয়া অ্যাকশন দৃশ্যের এক টুকরো! বর আর বউ বিয়ে করতে এল মেশিনগানে ভর্তি গাড়ি নিয়ে! শুধু তাই নয়! সেই গাড়ি থেকে ধোঁয়া বেরোল ভরপুর! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরালও হয়ে গেল ভিডিয়োটি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অবিকল সিনেমায় দেখানো ওই মেশিন গানের মতো গাড়িতেই বিয়ে করতে ঢুকছেন স্বামী-স্ত্রী। আশিস সুইওয়াল নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করেছেন। সিনেমায় ওই মেশিন গান ব্যবহার করে কার্যত 'গণহত্যা' করেছিল রণবীরের চরিত্রটি। বিয়েতে 'মনোরঞ্জনের জন্য' অমন মেশিনগান ব্যবহার করার জন্য ক্ষোভপ্রকাশ করেছেন বহু নেটিজেন।

ডিসেম্বর মাসের শুরুর দিকটা দেশের নানা প্রান্তেই বিয়ের ধূম লেগে যায়!  'বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং'! আত্মীয় স্বজনের সমাবেশ, গান, নাচ, হইচই, মজা। অধিকাংশ ভারতীয়'র কাছেই বিয়ে মানে আসলে এক বিরাট উৎসবও বটে। সেই 'উৎসব' পালনের লক্ষ্যেই এখন অনেক বিয়েতে নতুন কোনও থিম-ও তুলে ধরার চেষ্টা করেন। বিয়ের সাজ থেকে শুরু করে গায়ে হলুদ- সবেতেই থাকে সেই 'থিম'-এর ছোঁয়া! কিন্তু, মেশিনগান নিয়ে বিয়ের আসরে প্রবেশ ঠিক কোন ধরনের 'থিম'-কে তুলে ধরল, তা নিয়ে দ্বিধায় নেটিজেনরাও! শুধু দ্বিধা নয়, তুমুল ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা! কেউ বলেছেন, 'সিনেমার কুপ্রভাব বোধহয় একেই বলে'! কারও বক্তব্য, 'বিয়ে বাড়িতে এমন কিছু করার কোনও অর্থই হয় না! একইসঙ্গে হাস্যকর এবং বিরক্তিকর'। কেউ আবার বলছেন, 'মেশিনগানে চড়ে দুজন 'জোকার' বিয়ের আসরে উপস্থিত হচ্ছে, এমনটাই মনে হচ্ছে ভিডিয়োটা দেখে'।

যদিও, ১৫ মিলিয়নেরও বেশি ভিউজ পাওয়া এই ভিডিয়োটিতে ব্যবহার করা মেশিনগানটি আসলে 'নকল'। সেই কারণেই শুধু ধোঁয়াই বেরিয়েছে! যদিও, নেটিজোনদের কারও কারও মতে, আইনি বাধা না থাকলেও 'ভাইরাল' হওয়ার 'লোভে' হয়তো আসল মেশিনগানের গাড়ি সাজিয়েও ঢুকতে পারতেন বর-কনে! সেটা হলে কী হত পরিস্থিতি, তা ভাবতেও শিউড়ে উঠছেন তাঁরা। 

Animal

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?