ফের প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করল ফুড ডেলিভারি অ্যাপ জোমাটো। এতদিন পর্যন্ত প্ল্যাটফর্ম ফি ছিল ৬টাকা। কিন্তু এবার থেকে প্রতিটি অর্ডারের জন্য ১০ টাকা করে প্ল্যাটফর্ম ফি ধার্য করা হয়েছে। এর ফলে জোমাটো ব্যবহারকারীদের অতিরিক্ত টাকা খরচ হবে।
প্ল্যাটফর্ম ফি কী?
জোমোটোর প্ল্যাটফর্ম ব্যবহার করে খাবার অর্ডার করলে প্রতিটি অর্ডারে নির্দিষ্ট টাকা ফি দিতে হয়। এতদিন পর্যন্ত প্ল্যাটফর্ম ফি ছিল ৬ টাকা। এবার থেকে ৬০ শতাংশ অতিরিক্ত খরচ করতে হবে ব্যবহারকারীদের। ২০২৩ সালে সর্বপ্রথম প্ল্যাটফর্ম ফি চালু করা হয়েছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছে দীপিন্দর গলায়ের ওই সংস্থা।
জোমাটোর নটিফিকেশনে কী জানানো হয়েছে?
প্ল্যাটফর্ম ফি বৃদ্ধির পর জোমাটোর তরফে সব ব্যবহারকারীদের কাছে একটি ইন অ্য়াপ নোটিফিকেশন পাঠানো হয়। সেখানে জানানো হয়েছে, উৎসবের মরশুমে অপারেশনাল কস্ট বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই প্ল্যাটফর্ম ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতীতে জোমাটোর প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি
এর আগে চলতি বছরের ২২ এপ্রিল ২৫ শতাংশ প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করা হয়েছিল। তবে সেই সময় গোটা দেশে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করা হয়নি। শুধুমাত্র দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং লখনউ-এ ওই ফি বৃদ্ধি করা হয়েছিল। তার আগে জানুয়ারি মাসেও প্ল্যাটফর্ম ফি বাড়ানো হয়েছিল।
প্ল্যাটফর্ম ফি কত টাকা?
সর্বপ্রথম জোমাটোর প্ল্যাটফর্ম ফি ছিল ৩টাকা। জানুয়ারি মাসে তা বাড়িয়ে ৪ টাকা করা হয়েছিল। তারপর ফি ৬টাকা করে হয়েছিল প্ল্যাটফর্ম ফি। এবং বর্তমানে বাড়ানো হল ৬০ শতাংশ। যা দাঁড়ালো ১০টাকায়।
জোমাটো গোল্ডেও কি প্ল্যাটফর্ম ফি দিতে হবে?
প্ল্যাটফর্ম ফি বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে সব গ্রাহককেই দিতে হবে। তবে ১৯৯টাকার উপর অর্ডার করলে এবং ডেলিভারি ডিসটেন্স ৭ কিলোমিটারের কম হলে গোল্ড মেম্বারদের কোনও ডেলিভারি ফি দিতে হবে না।
শুধু কি ১০টাকা প্ল্যাটফর্ম ফি দিতে হবে?
প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। পাশাপাশি এর উপর ১৮ শতাংশ GST দিতে হবে। সেক্ষেত্রে প্ল্যাটফর্ম ফি দাঁড়াবে ১১টাকা ৮০ পয়সা।
দৈনিক কত অর্ডার ডেলিভারি দেয় জোমাটো?
পিপল ট্র্যাকিং সেক্টর থেকে পাওয়া তথ্য অনুযায়ী দৈনিক দুই থেকে আড়াই মিলিয়ন খাবার ডেলিভারি করে জোমাটো। ফলে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধির ফলে উৎসবের মরশুমে একলাফে লক্ষ্মীলাভ অনেকটাই বাড়বে।
কতদিন পর্যন্ত বলবৎ থাকবে?
উৎসবের মরশুমের জন্য প্ল্যাটফর্ম ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু নতুন এই ফি কতদিন বলবৎ থাকবে তা জানানো হয়নি। এটি সাময়িক না স্থায়ী তা জানা যাবে দীপাবলির পরেই। এমনই জানিয়েছেন নেটিজেনরা।