EV Car: কেন EV গাড়ি কিনবেন? যা যা সুবিধা হতে পারে আপনার

Updated : Nov 11, 2024 09:23
|
Editorji News Desk

নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন? কিন্তু কী গাড়ি কিনবেন ভাবছেন? পেট্রল, ডিজেল নাকি ইলেকট্রিক ভেহিক্যাল? বিশেষজ্ঞরা জানাচ্ছেন বর্তমান সময়ে গাড়ি কিনলে EV কেনা বেস্ট অপশন। কিন্তু কেন? জানতে হলে এই ভিডিয়োর শেষ পর্যন্ত দেখুন। বুঝতে পারবেন কেন আপনার জন্য বেস্ট অপশন ইলেকট্রিক ভেহিক্যাল। দেখতে থাকুন ভিডিয়োটি-

টাটা মোটরস, মহিন্দ্রা, হোন্ডাই এবং মরিস গ্যারাজ তাদের EV গাড়ি বাজারে লঞ্চ করেছে। অন্যদিকে লাক্সারি গাড়ি সেগমেন্টেও মার্সিডিজ বেঞ্জ, BMW, অডি এবং জাগুয়ারও তাদের EV লঞ্চ করেছে ভারতের বাজারে। কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখেই গাড়িগুলি লঞ্চ করা হয়েছে। সেই কারণে খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিটি মডেল। 

দাম তুলনামূলক বেশি, কিন্তু সাশ্রয়ী। আর সেই কারণে EV-র দিকে ঝুঁকছেন অনেকেই। শুধু তাই নয়, নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ভর্তুকিও পাওয়া সম্ভব। সেই কারণে ইলেকট্রিক গাড়ি কিনতেই স্বচ্ছন্দ বোধ করেন অনেকেই। কী কী কারণে EV-কিনবেন? জানুন ৫টি কারণ-

পরিবেশ বান্ধব-
EV সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব। কারণ এগুলি জিরো ইমিশন। যার ফলে ক্রমবর্ধমান পরিবেশ দূষণ আটকানো সম্ভব। সেই কারণে আগামী প্রজন্মের দিকে তাকিয়ে EV কেনা জরুরি। 

লোয়ার অপারেটিং কস্ট-
পেট্রোল বা ডিজেল গাড়ির তুলনায় EV গাড়ির পার্টসের সংখ্যা অনেক কম। যার কারণে বৈদ্যুতিন গাড়ির অপারেটিং কস্ট খুবই কম। এছাড়াও প্রতি কিলোমিটার যেতে পেট্রোল বা ডিজেল গাড়িতে যে সময় লাগে সেই তুলনায় EV-তে খরচ অনেক কম।

সরকারি উদ্যোগ-
বৈদ্যুতিন গাড়ির সরকারি ট্যাক্স বা কর তুলনামূলক পেট্রোল বা ডিজেল অনেক কম। কেন্দ্রীয় সরকারের ফাস্টার অ্যাডপটেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক্যাল ভেহিক্যাল স্কিমে EV-এর ক্ষেত্রে প্রচুর ভর্তুকি পাওয়া সম্ভব। 

অতিরিক্ত স্পেস-
চিরাচরিত গাড়ির তুলনায় EV-তে যন্ত্রাংশ কম থাকে। সেই কারণে তুলনায় বেশি স্পেস পাওয়া সম্ভব। MG কমেট-অত্যন্ত ছোটো সাইজের। EV হওয়ার দরুন চার আসনে বিশিষ্ট গাড়িটিতে তুলনায় অনেক বেশি স্পেস রয়েছে। 

নিরাপত্তা-
মাঝে মধ্যেই পেট্রল ও ডিজেল গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। EV-তে সেই তুলনায় নিরাপত্তা বেশি। কারণ পুরো গাড়িতেই পাওয়ার জেনারেট করার জন্য থাকে লিথিয়াম ব্যাটারি। যাতে দুর্ঘটনার সম্ভাবনা কম। সেই কারণে EV-তে নিরাপত্তা অনেকটাই বেশি।

Electric Car

Recommended For You

editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ