হোয়াটসঅ্যাপে (Whatsapp) নয়া ফিচার। এবার জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে (Messageing App) পাঠানো যাবে ভিডিয়ো বার্তাও (Video Message)। বৃহস্পতিবার এই নতুন ফিচারের (New Feature) কথা ঘোষণা করেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। এই ফিচারের মাধ্যমে এবার সরাসরি ৬০ সেকেন্ডের ভিডিয়ো বার্তা পাঠানো যাবে।
এর আগের কোনও ভিডিয়ো বার্তা পাঠাতে হলে প্রথমে তা রেকর্ড করে পরে ভিডিয়ো ফাইল অ্যাটাচ করে পাঠাতে হত। এবার এই নয়া ফিচারের ফলে অ্যাপের মাধ্যমেই ভিডিয়ো রেকর্ড করে তা শেয়ার করা যাবে সঙ্গে সঙ্গেই। ঠিক ভয়েস মেসেজের মতো।
আরও পড়ুন - দুনিয়ার সবথেকে অধৈর্য অনলাইন ক্রেতা ভারতীয়রা, জানাচ্ছে সমীক্ষা
কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?
প্রথমে ফোনের হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিন। এরপর কোনও চ্যাটবক্স খুলে ডানদিকে নীচে যে মাইকের অপশন রয়েছে সেটাতে ক্লিক করুন। এবার ভয়েস মেসেজ এবং ভিডিয়ো মোডের অপশন আসবে। ভিডিয়ো মোড বেছে নিয়ে বোতামে টিপে ধরে নিজের বার্তা রেকর্ড করে সেন্ড করে দিন।