স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগই Whatsapp ব্যবহার করেন। ব্যক্তিগত কথাবার্তার পাশাপাশি কর্মক্ষেত্রের অনেক কাজকর্মও সেরে ফেলা সম্ভব।
Whatsapp এর মধ্যে রয়েছে ভিডিও কলিংয়ের ব্যবস্থা। আর এই ফিচারটিকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে প্রতারকরা। সেকারণে এবিষয়ে প্রত্যেকের সতর্ক থাকা উচিত। একবার প্রতারকদের ফাঁদে পা দিলেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ।
কীভাবে প্রতারণা হয়?
মূলত মহিলা পরিচয়ে অচেনা নম্বর থেকে মেসেজ পাঠাতে শুরু করবে প্রতারকরা। কিছু বুঝে ওঠার আগেই প্রতারকদের দিক থেকে আসবে ভিডিও কল। সেই ভিডিও কলের অপর প্রান্ত থেকে দেখানো হবে মহিলাদের অশ্লীল ছবি। আর তারই মাঝে আসল কাজটি সেরে নেবে প্রতারকরা।
ভিডিও কলের মাধ্যমে আপনার মুখের ছবি তুলে নেবে প্রতারকরা। এরপরেই অত্যাধুনিক সফ্টওয়ার ব্যবহার করে আপনার সেই ছবি-কে অশ্লীল রূপ দেবে। আর সেটা দেখিয়েই চলবে প্রতারণা। বারবার টাকা দেওয়ার দাবি জানাবে। টাকা না দিলেই সফ্টওয়ারে বানানো আপনার ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেবে তারা।
Read More- মোবাইলে সেরা ৩ স্পোর্টস গেম, ইনস্টল করতে পারেন আপনিও
সাবধানতা-
প্রথমত, অচেনা নম্বর থেকে কোনও ভিডিও কল ধরবেন না। তাহলেই এই প্রতারণা থেকে বাঁচা সম্ভব। যদিও ভুল করে আপনি সেই কল রিসিভ করেন তাহলে অতিদ্রুত সেই নম্বরটি ব্লক করুন। এবং প্রয়োজনে স্থানীয় থানায় অভিযোগ জানান।