ইনস্ট্যান্ট চ্যাটিং অ্য়াপ হিসেবে হোয়াটসঅ্য়াপের জুড়ি মেলা ভার। কথাবার্তা থেকে শুরু করে ফাইল শেয়ারিং, সবকিছুই একটি মাত্র অ্য়াপেই করা সম্ভব। এমনকী অফিসের কাজকর্মও সেরে ফেলতে এখন হোয়াটসঅ্য়াপ ব্যবহার করেন অনেকেই। এরই মাঝে, নয়া একটি ফিচার অ্য়াড করেছে তারা। নয়া ওই ফিচারের মাধ্যমে যেকোনও চ্যাট সম্পূর্ণভাবে লক করে রাখা যাবে। নির্দিষ্ট কোড বা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরেই সেই চ্যাট দেখা সম্ভব।
ইতিমধ্যে অধিকাংশ হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীই ওই ফিচারটি পেয়ে গিয়েছেন। জেনে নিন কীভাবে তা ব্যবহার করবেন। প্রথমে হোয়াটসঅ্য়াপ চালু করুন। এরপর যাঁর চ্যাট লক করতে চাইছেন তাঁর প্রোফাইল পেজ ওপেন করুন। ওই পেজের একদম নীচে রয়েছে লক চ্যাট অপশন। সেই অপশনে ট্যাপ করলেই ফোনের প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এবং এর সঙ্গেই লক হবে নির্দিষ্ট ব্যক্তির চ্যাট। মেন কনট্যাক্ট স্ক্রিনের একদম উপরে লক চ্যাট দেখা যাবে।
চলতি বছরের মে মাসে নয়া এই ফিচারটি চালু করেছেল মেটার ওই প্ল্যাটফর্মটি। তবে এতদিন সেভাবে কোনও ফোনে এই ফিচারটি পাওয়া যায়নি। সম্প্রতি অ্য়ান্ডরয়েড এবং iOS এর ফোনে এই ফিচার যুক্ত করা হয়েছে।