স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় প্রত্য়েকেই Whatsapp ব্যবহার করেন। ইনস্ট্যান্ট চ্যাটিং অ্য়াপ হিসেবে একদম শীর্ষে রয়েছে মেটার এই প্ল্যাটফর্ম। প্রায় নিয়মিত একাধিক নতুন ফিচার অ্য়াড করা হয় সেখানে।
অত্যাধুনিক এই অ্য়াপে রয়েছে একটি বিশেষ ফিচার যার মাধ্যমে আপনি প্রিয়জনের গতিবিধি সম্পর্কে জানতে পারবেন। প্রিয়জন কোথায় কোথায় যাচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে সব তথ্য সরাসরি চলে আসবে আপনার ফোনে। তার জন্য শুধুমাত্র প্রিয়জনের ফোনের লাইভ লোকেশন অন রাখতে হবে। এবং সেই লোকেশন আপনার সঙ্গে শেয়ার করে রাখলেই জানতে পারবেন প্রিয়জনের উপস্থিতি ঠিক কোথায়।
Read More- ফাইবার অপটিক্যাল কেবল ছাড়াই 5G ইন্টারনেট পরিষেবা, জানুন জিও এয়ার ফাইবারের মাসিক খরচ
কীভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন?