আরও একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার থেকে এই অ্যাপের মাধ্যমেই ফোন নম্বর ডায়াল করার সুযোগ মিলবে। ইতিমধ্যেই এই ফিচারের পরীক্ষা শুরু করে দিয়েছে মেটা।
কী ভাবে কাজ করবে অ্যাপ ডায়ালার?
আসলে ফোনে যে সব কন্ট্যাক্ট সেভ রয়েছে, তাঁদেরকে হোয়াটসঅ্যাপ কল করা বেশ সহজ কাজ। কিন্তু, যাঁদের নম্বর সেভ নেই তাঁদের ফোন করতেই এই নয়া ফিচার আনছে মেটা। অ্যাপ ডায়ালারের মাধ্যমে অ্যাপেই ভয়েস কলিংয় অপশন যুক্ত হতে চলেছে।