ব্য়বহারকারীদের আরও সুবিধা দেওয়ার জন্য নিয়মিত নতুন নতুন ফিচার অ্য়াড করে হোয়াটসঅ্য়াপ। এর ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার হয়।
সম্প্রতি আরও একটি নতুন ফিচার অ্য়াড করেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। যার মাধ্যমে হোয়াটসঅ্য়াপ কলিং ফিচার আরও সুরক্ষিত থাকবে। নতুন এই ফিচারটির নাম দেওয়া হয়েছে প্রটেক্ট আই পি অ্য়াড্রেস। নয়া এই ফিচারের মাধ্যমে কোনও ব্যবহারকারীর IP অ্য়াড্রেস ট্র্যাক করা যাবে না। অর্থাৎ তাঁর লোকেশন সম্পর্কে জানা সম্ভব নয়।
এই ফিচারটি সম্পর্কে জানিয়েছে হোয়াটসবিটা ইনফো। তাদের দাবি, IP অ্য়াড্রেসের মাধ্যমে ব্যবহারকারীদের লোকেশন জানা সম্ভব। কিন্তু Protect IP অ্য়াড্রেসের মাধ্যমে আরও নিরাপদ থাকবে ব্যবহারকারীদের ডেটা। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি ব্যবহার করে ডেটা সুরক্ষার বিষয়ে আরও নিশ্চিত হতে পারবেন ব্যবহারকারীরা।
Read More- প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট জানতে পারবে না কেউ, নয়া ফিচার আনছে Whatsapp
যাঁরা Android এবং iOS-এর বিটা ভার্সন ব্যবহার করেন তাঁরা এই সুবিধা এখনই পাবেন । তবে সকলের জন্য কবে থেকে এই ফিচার চালু করা হবে তা জানানো হয়নি।