ইনস্ট্যান্ট চ্যাটিংয়ের জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয় হোয়াটসঅ্য়াপ। এবং সেকারণে নিয়মিত একাধিক নতুন নতুন ফিচার যোগ করা হয় ওই অ্য়াপে। ফ্রি এই অ্য়াপ্লিকেশনটি এবার ব্যবহার করতে হলে টাকা খরচ করতে হবে। চ্যাট ব্যাক আপের জন্য অতিরিক্ত স্টোরেজ নিলেই টাকা লাগবে ব্যবহারকারীদের। ১.৯৯ ডলারের বিনিময়ে অতিরিক্ত স্টোরেজ দেবে সংস্থাটি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬৫ টাকার আশপাশে।
হোয়াটসঅ্য়াপ বিটা ইনফোর তরফে এই খবরটি জানানো হয়েছে। তারা জানিয়েছে, বর্তমানে হোয়াটসঅ্য়াপের চ্যাট ব্যাকআপের জন্য যত খুশি ক্লাউড স্টোরেজ ব্যবহার করা যেতে পারে। কিন্তু এবার থেকে মাত্র ১৫ GB ফ্রি পাবেন ব্যবহারকারীরা। এর থেকে অতিরিক্ত স্টোরেজ প্রয়োজন হলে টাকা খরচ করতে হবে। ১.৯৯ ডলারের বিনিময়ে অতিরিক্ত ১০০ GB স্টোরেজ ব্যবহার করা যাবে।
সমাধান কী?
যে সব ব্যবহারকারী অতিরিক্ত স্টোরেজের জন্য অর্থ খরচ করতে চাইছেন না তাঁরা হোয়াটসঅ্য়াপের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে দিন। প্রয়োজনে ডিসঅ্য়াপেয়ারিং মেসেজ ফিচারটি চালু রাখুন। Whatsapp এর গুরুত্বপূর্ণ ফাইল ব্যাক আপের জন্য অন্য কোনও ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন। যেখানে Whatsapp ফাইল ডাউনলোড করে অন্য স্টোরেজে আপলোড করতে পারবেন।
দ্বিতীয়ত অটোমেটিক ডাউনলোড অপশন বন্ধ রাখুন। এর মাধ্যমে অনেকটা স্টোরেজ খালি থাকবে।