WhatsApp Group Feature: হোয়াটসঅ্য়াপের একাধিক গ্রুপে বিরক্ত? মুশকিল আসান নয়া ফিচারে! জেনে নিন এখনই  

Updated : Jul 12, 2024 06:13
|
Editorji News Desk

বর্তমান সময়ে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগই স্মার্টফোন ব্যবহার করেন। আর স্মার্টফোন থাকলে হোয়াটসঅ্য়াপ ব্যবহারেরও সুবিধা মেলে। বর্তমান সময়ে শুধু ব্যক্তিগত কথাবার্তা নয়, অফিসের একাধিক কাজকর্মও হোয়াটসঅ্য়াপের মাধ্যমে করা সম্ভব। 

কিন্তু মেটার এই প্ল্যাটফর্মটিতে একাধিক সুবিধা পাওয়া গেলেও বিভিন্ন কারণে বিরক্তিরও কারণ তৈরি হয়। কারণ যে কেউ বিভিন্ন গ্রুপে অ্য়াড করে দিতে পারে। এবং অপ্রয়োজনীয় বিভিন্ন মেসেজে ভর্তি হতে থাকে হোয়াটসঅ্যাপের ইনবক্স। এই সমস্যা থেকে মুক্তি দিতে নয়া ফিচার চালু করেছে হোয়াটসঅ্য়াপ। 

এতদিন পর্যন্ত গ্রুপ অ্য়াডমিনরা চাইলেই যে কাউকে গ্রুপে অ্য়াড করতে পারতেন। এমনকি কনট্যাক্ট লিস্টে না থাকলেও যে কাউকে গ্রুপে অ্য়াড করার সুবিধা ছিল। কিন্তু এবার প্রাইভেসি সেটিংসে বদল আনা হয়েছে। 

প্রত্যেক হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীর ফোনে দেওয়া হয়েছে একটি বিশেষ ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা সিদ্ধান্ত নিতে পারবেন কোন কোন অ্য়াডমিনের গ্রুপে তাঁরা অ্য়াড হবেন। নয়া ফিচারে জানানো হয়েছে, কোনও গ্রুপ অ্য়াডমিনের ফোনে যদি ব্যবহারকারীদের নম্বর সেভ না থাকে তাহলে কি তাঁদের কোনও গ্রুপে অ্য়াড করা হবে? সেখানে দুটি অপশন দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা নিজেরাই সেই প্রাইভেসি পলিসি সেট করতে পারবেন। 

কীভাবে সেটিংসে পরিবর্তন করতে পারবেন? 
প্রথমে নিজের হোয়াটসঅ্য়াপ চালু করুন। এরপর ডানদিকের কর্নারে থাকা থ্রি ডটে ক্লিক করুন। সেখানে রয়েছে গ্রুপ (Group) অপশন। ওই অপশনে ট্যাপ করলেই অন্য একটি উইন্ডো ওপেন হবে। সেখানে মোট তিনটি অপশন দেখা যাবে। তারমধ্যে নিজের পছন্দের অপশন সিলেক্ট করতে হবে। তাহলেই অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছিত গ্রুপে জয়েন হওয়া থেকে আটকাতে পারবেন।   

WhatsApp

Recommended For You

editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ