প্রজ্ঞান ঘুমোচ্ছে। কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে বিক্রম। নতুন টুইটে সেই প্রমাণই দিল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। ইসরোর টুইটে দাবি করা হয়েছে, হঠাৎ করেই লাফ দিয়েছে ল্যান্ডার। তার ইঞ্জিন জ্বানালো হয়েছে। মাটি থেকে প্রায় ৪০ সেন্টিমিটার লাফ দিয়েছে বলেই দাবি করেছে ইসরো।
ইসরোর নিয়ন্ত্রণে থেকেই এই কাজ করা হয়েছে। আগের জায়গা থেকে ৩০-৪০ সেন্টিমিটার দূরে গিয়ে নেমেছে বিক্রম। ইসরো সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশও করেছে।
আরও পড়ুন : প্রয়াত চন্দ্রযান ৩ অবতরণের ধারাভাষ্যকার এন ভালারমতি, আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে
যেখানে দেখা গিয়েছে, ধীরে ধীরে চারদিকে ধুলো ছড়িয়ে পড়ছে। বিক্রম ল্যান্ডারের কিছু অংশও ভিডিয়োতে ধরা পড়েছে। বিক্রমের ক্যামেরাতেই সেই মুহূর্ত ধরা পড়েছে।
চন্দ্রযান-৩ অভিযানের যা উদ্দেশ্য ছিল, তা ইতিমধ্যেই সফল হয়েছে। এর পরেও প্রত্যাশা ছাপিয়ে কাজ করছে বিক্রম। ইসরোর নির্দেশেই ল্যান্ডারটি লাফ দিয়ে এই পরীক্ষাটি করেছে। এমনটাই দাবি ইসরোর বিজ্ঞানীদের।