আসছে কোটা ফ্যাক্টরি থ্রি। অনেকেই ভাবছেন এবার নেটফ্লিক্সের সবস্ক্রিপশন নেবেন। তাঁদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল ভিআই। এই টেলিকম সংস্থার তরফে দুটি রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে। যেখানে নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
কোন দুই প্ল্যানে মিলবে নেটফ্লিক্স?
১. ভোডাফোনের প্রথম প্ল্যানটি ৯৯৮ টাকার। এতে ৭০ দিনের জন্য আনলিমটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি মেসেজ, দৈনিক ১.৫ জিবি ডেটা আর নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
২. দ্বিতীয় রিচার্জ করতে খরচ করতে হবে ১ হাজার ৩৯৯ টাকা। এই প্যাকের ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানে নেটফ্লিক্সের সাবসক্রিপশনের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি মেসেজ, দৈনিক ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে।