গরম থেকে সুরাহা পেতে এখন অধিকাংশের বাড়িতেই থাকে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। কিন্তু এই যন্ত্র থেকে যে কোনও সময় বড় বিপদ থেকে। সেকারণে AC ব্যবহারকারীদের সচেতন থাকা জরুরি।
কী কী কারণে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে বিপদ হতে পারে? এবং সুরক্ষিত থাকবেন কীভাবে? জেনে নিন-
- AC-র এয়ার ফিল্টারে নোংরা হলে এয়ার ফ্লো-তে সমস্যা হতে পারে। এবং বিপদ হতে পারে। সেকারণে নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার রাখা জরুরি।
- শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের আউটডোর ইউনিট নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। এবং ওই যন্ত্রাংশের ফ্যান সঠিকভাবে চলছে কিনা সেবিষয়েও নজর দেওয়া দরকার।
- যে সকেটে AC-র প্লাগ ব্যাবহার করবেন তার আর্থিং সঠিক রাখা প্রয়োজন। না হলে বিপদ হতে পারে।
- শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের জন্য অবশ্যই একটি আলাদা MCB রাখা প্রয়োজন। এতে শর্ট সার্কিট হওয়ার চিন্তা থাকে না।