ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা বাজারে রোজ বাড়ছে। এবার নতুন ফোন বাজরে আনল Tecno। ভারতে লঞ্চ হল Tecno Phantom V Flip 5G ফোন। সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানে প্রথম এই ফোনের মডার্ন ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি সামনে এসেছে। কী কী আছে এই ফোনে, জেনে নিন।
Tecno Phantom V Flip 5G ফোনের দাম
256GB ইনবিল্ড স্টোরেজ-সহ এই ফোনের দাম ঠিক করা হয়েছে ৪৯,৯৯৯ টাকা।
ফোনের রঙ
আইকনিক ব্ল্যাক, ও মিস্টিক ডন রঙ, দুটি রঙ রাখা হয়েছে এই ফোল্ডেবল স্মার্টফোনে।
কবে থেকে পাওয়া যাবে
ভারতে ১ অক্টোবর দুপুর ১২টা থেকে অ্যামাজনে পাওয়া যাবে এই ফোনটি।
ফিচার
৬.৯ ইঞ্চি FULL HD স্ক্রিন ও AMOLED ডিসপ্লে। পিক্সেল রেজোলিউশন ২৪০০-১০৮০। প্রসেসর- MediaTek Dimension 8050 SoC। 8GB LPDDR4X RAM রয়েছে এই ফোনে। 16GB পর্যন্ত যা বাড়ানো যাবে।
এই ফোনের প্রাইমারি ক্যামেরা ৬৪৩ মেগাপিক্সেল। সেকেন্ডারি সেন্সর ১৩ মেগাপিক্সেল। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকছে। কোয়াড ফ্ল্যাশলাইন ইউনিটও থাকবে। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সরও আছে। ব্লু-টুথ ৫.১। ব্যাটারি ৪০০০ mAh। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।