Swiggy and Zomato: বাড়ছে প্ল্যাটফর্ম ফি, জোমাটো, সুইগিতে খাবার অর্ডার করলে খসবে বেশি টাকা, কারণ কী?   

Updated : Jul 19, 2024 06:27
|
Editorji News Desk

বাড়িতে বসেই মনপসন্দ খাবার পাওয়ার জন্য সবথেকে ভালো উপায় জোমাটো বা সুইগি। হাতে গরম খাবারও আসবে আর তারসঙ্গে পকেটেও অতিরিক্ত টান পড়ে না। কিন্তু এবার থেকে খরচ কিছুটা হলেও বাড়তে পারে। কারণ এবার থেকে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করতে চলেছে ওই দুটি অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম। এর জন্য প্রতিটি অর্ডারে অতিরিক্ত টাকা গুনতে হবে। তবে প্রাথমিকভাবে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরুর জন্য এই নয়া নিয়ম চালু হতে চলেছে।  

এর ফলে কতটা সমস্যা হতে পারে? 
প্ল্যাটফর্ম ফি বাবদ এতদিন পর্যন্ত ৫ টাকা করে বিলের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু এবার থেকে ২০ শতাংশ হারে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধির ফলে ৬টাকা করে ধার্য করা হবে। অর্থাৎ ১ টাকা করে অতিরিক্ত খরচ গুনতে হবে।

কবে থেকে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করা হয়েছে? 
২০২৩ সাল থেকে প্ল্যাটফর্ম ফি দিতে হয় গ্রাহকদের। সেসময় প্ল্যাটফর্ম ফি ধার্য করা হয়েছিল ২ টাকা। তারপর ধীরে ধীরে টাকার মূল্য বাড়াতে শুরু করেছে। এবং বর্তমানে তা ৬টাকা করা হয়েছে। ডেলিভারি চার্জের পাশাপাশি গ্রাহকদের প্ল্যাটফর্ম ফি দিতে হয়। এরসঙ্গে রেস্তরাঁ ফি, GST-ও দিতে হবে ব্যবহারকারীদের। 

১টাকা করে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করায় কতটা লাভ হবে? 
আপাতদৃষ্টিতে ১টাকা করে মনে হলেও জোমাটো বা সুইগ্গির বড় অঙ্কের টাকা লাভ হবে। কারণ দৈনিক সুইগ্গি বা জোমাটোর মাধ্যমে ২২ থেকে ২৫ লাখ অর্ডার হয়। সুতরাং প্রতিটি অর্ডারে ১টাকা করে অতিরিক্ত নিলে ওই দুটি প্ল্যাটফর্মের প্রতিদিন উপার্জন কমপক্ষে ২৫ লাখ টাকা বাড়বে।   

Swiggy

Recommended For You

editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ