জিও ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার থেকে জিও ব্যবহারকারীরা কম খরচে সুইগ্গিতে খাবার অর্ডার করতে পারবেন। কারণ একটি বিশেষ রিচার্জ প্ল্যানে অফার চালু করেছে রিলায়েন্সের এই টেলিকম সংস্থা। যার ফলে সম্পূর্ণ বিনামূল্যে খাবার ডেলিভারি করবে সুইগ্গি ।
সম্প্রতি ৮৬৬টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে জিও। যে সব জিও ব্যবহারকারী সুইগ্গি-তে খাবার অর্ডার করেন তাঁদের জন্য এই প্ল্যানটি খুবই সুবিধাজনক হবে। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীদের তিন মাসের জন্য সুইগ্গি ওয়ান সাবক্রিপশন বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে খাবার ডেলিভারিতে কোনও চার্জ লাগবে না। তবে নূন্যতম ১৪৯টাকার খাবার অথবা কমপক্ষে ১৯৯টাকার সামগ্রী কিনতে হবে।
কী সুবিধা হবে?
সুইগ্গি ওয়ান সাবক্রিপশন থাকলে খাবার বা অন্য কোনও সামগ্রী অর্ডারে কোনও ডেলিভারি চার্জ লাগবে না। ফলে অনেকটাই কম খরচে যে কোনও খাবার বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অর্ডার করতে পারবেন।
৮৬৬টাকার প্ল্যানে আর কী কী সুবিধা?
এই প্ল্যানের মাধ্যমে প্রতিদিন ২ GB করে ডেটা পাওয়া যাবে। এছাড়াও আনলিমিডেট ভয়েস কলিং এবং 5G ডেটা ব্যবহারের সুবিধা থাকবে। ৯০ দিনের বৈধতা দেওয়া হয়।