মাস খানেক আগে Paytm এর উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও সম্প্রতি তার মধ্যে কয়েকটি পরিষেবা শিথিল করা হয়েছে। ফলে যাঁরা Paytm-এর মাধ্যমে ফাসট্যাগ রিচার্জ করেন তাঁদের জন্য সুখবর। সহজেই রিচার্জ করে নিতে পারেন আপনার ফাসট্যাগ।
কীভাবে রিচার্জ করবেন আপনার ফাসট্যাগ?
কোন কোন পরিষেবা এখনও চালু Paytm-এর?
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা বন্ধ হলেও UPI ট্রানজাকশন, QR কোড, সাউন্ড বক্স এবং কার্ড মেশিন পেমেন্ট চালু রয়েছে।