Women Safety Gadgets and Apps: পুজোর রাতে ঠাকুর দেখবেন! নিরাপত্তা নিয়ে আশঙ্কা, সঙ্গে রাখুন এই সব গ্যাজেট

Updated : Oct 07, 2024 07:09
|
Editorji News Desk

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে রাজ্য। প্রতিবাদ-আন্দোলনের আঁচ ছড়িয়েছে দেশ-বিদেশেও। তবুও ধর্ষণের ঘটনা কমেনি। জয়নগর, পটাশপুর, নিউটাউন, একের পর এক ঘটনায় সন্ত্রস্ত অনেকেই। আগামী সপ্তাহেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। নারীশক্তির আরাধনায় অনেকেই উৎসব বয়কট করছেন। যদি উৎসবে সামিল হন, তবে কীভাবে সুরক্ষিত থাকবেন মেয়েরা! রাস্তায় বেরোলে সঙ্গে রাখুন কিছু গ্যাজেট। 

পিপার স্প্রে

রাস্তায় বিপদে পড়লে পিপার স্প্রে অনেক কাজে লাগতে পারে। এই পিপার স্প্রে বোতলে কেমিকেল মেশানো থাকে। যার কোনও আততায়ীর চোখে, মুখে, নাকে স্প্রে করে দিলে, আপনি পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। অনেক সময় পুলিশও পরিস্থিতি সামলাতে এই পিপার স্প্রে ব্যবহার করে। 

হুঁইশেল কি-চেন

সেলফ ডিফেন্সের জন্য হুঁইশেল কি-চেন সঙ্গে রাখতে পারেন। একা রাস্তায় রাতে ফিরলে এই বাঁশি অনেক কাজে আসবে। রাস্তায় কোনও বিপদে পড়লে এই হুঁইশেল বাজালে অনেক দূর পর্যন্ত শোনা যায়। আততায়ীরাও বেশি এগোতে পারবে না।

স্টান গান

অন্য দেশে মহিলাদের নিরাপত্তার জন্য খুবই ব্যবহৃত হয় স্টান গান। আত্মরক্ষার জন্য এই মেশিন ছেলে-মেয়ে উভয়ই ব্যবহার করতে পারেন। এই মেশিন থেকে বিদ্যুৎ বেরোয়। ট্রিগারে চাপ দিলেই ঝটকা খাবে আততায়ী। সাময়িক ঝটকা লাগলেও, কোনও বড় আঘাতও লাগবে না।

সেফটি রড

আত্মরক্ষার জন্য সেফটি রডও ব্যাগে রাখতে পারেন মহিলারা। ধাতব বা শক্ত পাস্টিকের তৈরি লাঠি। যে কোনও পরিস্থিতিতে ব্যাগ থেকে বের করে আত্মরক্ষা করতে পারেন মহিলারা। অনেক পোর্টেবল সেফটি রড পাওয়া যায়। দৈনন্দিন জীবনে ব্যবহার করার জিনিসের মধ্যেই তা রাস্তাঘাটে নিয়ে যেতে পারেন। 

সেফটি অ্যাপ

মোবাইলে SOS অ্যালার্ট অন করে রাখুন। লোকেশন ট্র্যাকিংও খোলা রাখুন। ফোনে অবশ্যই বেশ কিছু এমার্জেন্সি নম্বর সেভ করে রাখবেন। ফেক কল অ্যাপও রাখতে পারেন। ফোনে কথা বললে অনেকেই সামনে আসতে পারেন না। এছাড়া হিটম্যাপ অ্যাপও ইনস্টল করে নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমে কোন এলাকায় পরিস্থিত কেমন, কোনও আশঙ্কা আছে কিনা, তা দেখে এড়িয়ে যাওয়া যায়। অ্যাপ ক্যাবে যাতায়াত করলে আপনার ট্রিপ কোনও বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করেও রাখতে পারেন।  

safety tips

Recommended For You

editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ