এগিয়ে চলেছে ঘড়ির কাটা। সময় একটু একটু করে এগিয়ে আসছে। আর চন্দ্রযান-৩-এর জন্য দেশজুড়ে চলছে প্রার্থনা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বুধবার সকাল থেকে সর্বত্র চলছে ভারতের মুন মিশনের সাফল্যের জন্য প্রার্থনা।
সবকিছু ঠিক থাকলে এদিন সন্ধ্যা ৬টা বেজে চার মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান। বিক্রম ও প্রজ্ঞানের যৌথ চেষ্টায় ভারত তার মুন মিশনে সাফল্য পাবে। তার জন্য সূদুর নিউইয়র্ক থেকে প্রয়াগরাজে চলছে প্রার্থনা। চিন্তার কিছু নেই বলেও দাবি করেছে ইসরো। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিশ্চিতে থাকুন। সব ঠিক আছে।
আরও পড়ুন : পরিকল্পনামাফিকই এগোচ্ছে চন্দ্রযান-৩, সফল ল্যান্ডিংয়ের পরবর্তী ধাপ কী হবে ?
বুধবার সকাল থেকেই সাজো সাজো রব বাঁকুড়ার ওন্দায় । সেখানে ঢাক বাজিয়ে পুজো দিলেন বাঁকুড়া ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা । এদিন সকালে দলের কর্মীদের নিয়ে রামসাগরে স্থানীয় হনুমান মন্দিরে পুজো দেন তিনি । চন্দ্রযান ৩-এর সফলতার জন্য প্রার্থনা করলেন বিধায়ক ।
সব ঠিক থাকলে, বুধবার ঠিক সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩ । ইসরো-র তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, পরিকল্পনামাফিকই এগোচ্ছে চন্দ্রযান-৩। এদিন নির্ধারিত সময়েই অবতরণ হবে । কিন্তু, চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ের পর কী হবে ?