Payment Gateway Scam: একটু ভুল হলেই বড় বিপদ, অনলাইন ট্রানজাকশনে নয়া আশঙ্কার কথা জানাল কেন্দ্র

Updated : Oct 29, 2024 15:46
|
Editorji News Desk

'ডিজিট্যাল অ্যারেস্ট'- নামটা হয়তো অনেকেই শুনেছেন। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু জানেন কি এরই মধ্যে টাকা হাতানোর নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা? না জানলে এই ভিডিয়োর শেষ পর্যন্ত দেখুন। কীভাবে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনার লাখ লাখ টাকা তুলে নিতে পারে প্রতারকরা। এই ভিডিয়োটি শেষ পর্যন্ত দেখুন- 

'পেমেন্ট গেটওয়ের' মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। আইনি পরিভাষায় যার নাম পেমেন্ট গেটওয়ে স্ক্যাম। কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়টি নিয়েও সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

পেমেন্ট গেটওয়ে স্ক্যাম নিয়ে বিস্তারিত তথ্য-
অনলাইনে টাকা হাতানোর জন্য প্রতারকরা এমন একটি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যার কোনও অনুমোদন নেই। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন বিহীন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা হয়। কীভাবে হচ্ছে পুরো বিষয়টি? জানুন-

ধরে নেওয়া যাক, প্রতারকরা টাকা হাতানোর জন্য কোনও এক ব্যক্তিকে টার্গেট করেছে। কিন্তু কোনও অ্যাকাউন্ট ট্রান্সফার নয়, ফিশিং ওয়েবসাইটের মাধ্যমে টাকা হাতানোর পরিকল্পনা করেছে প্রতারক। এখানেই মূল ফাঁদটি পাতা রয়েছে। টাকা পাঠালেই পড়তে হবে মহা বিপদে। কীভাবে?

পেমেন্ট গেটওয়ে কী?
অনলাইনে কোনও পেমেন্ট করতে হলে প্রয়োজন থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। যেমন বিলডেস্ক, রেজোর পে ইত্যাদি। সেন্ডার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট এবং রিসিভার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সংযোগ স্থাপন করে এই গেটওয়েগুলি। এবং এই ধরনের সব পেমেন্ট গেটওয়েগুলি রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদিত। 

কিন্তু এমন কিছু পেমেন্ট গেটওয়ে রয়েছে যা রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদিত নয়। যেগুলি ব্যবহার করছে প্রতারকরা। এক্ষেত্রে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে তার কোনও হদিশই পাওয়া যায় না। ফলে প্রতারণার অভিযোগ জমা পড়লে তার তদন্ত করতে বেশ সমস্যায় পড়তে হয় তদন্তকারীদের। 

তাহলে কী করণীয়? 
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ফিশিং ওয়েবসাইট ব্যবহার বন্ধ করতে হবে। সেক্ষেত্রে যে কোনও ওয়েবসাইটে টাকা ট্রান্সফারের সময়  সচেতন থাকতে হবে। এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি-

  • ১) ওয়েবসাইট ব্যবহারের আগে খেয়াল রাখতে হবে সেটি https ওয়েবসাইট কিনা। 
  • ২) পেমেন্ট গেটওয়ে পেজে কোনও সিকিউরিটি সিস্টেম রয়েছে কিনা
  • ৩) যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা হচ্ছে সেটি পরিচিত বা RBI অনুমোদিত কিনা। 

কোন কোন ভুয়ো পেমেন্ট গেটওয়ে রয়েছে? 
পিস পে, RTX পে, পোকো পে, RP Pay-সহ বেশ কয়েকটি ভুয়ো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে জালিয়াতরা। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সতর্কও করেছে। 

অ্যাকাউন্ট ভাড়া
শুধু যে অবৈধ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছে প্রতারকরা এমনটা নয়, এরসঙ্গে অন্য ব্যক্তির নামে খোলা অ্যাকাউন্ট ব্যবহার করছে প্রতারকরা। ফলে টাকা ট্রান্সফার হওয়ার পর সেই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তুলে নেয় অপরাধীরা। 

Payment

Recommended For You

editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ