অবশেষে বহুদিনের প্রতীক্ষার অবসান! আজ, শুক্রবার থেকেই, সেল-এর মাধ্যমে ওয়ানপ্লাস নর্ড সিই থ্রি ফাইভজি ভারতে পাওয়া যাবে। ৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়ান্টের দাম ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে, ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়ান্টের দাম ২৮,৯৯৯ টাকা। ফোনটি কিনতে পাওয়া যাবে আমাজনের মাধ্যমে। অথবা, ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
শুধু তাই নয়, এর সঙ্গে ওয়ানপ্লাসের তরফ থেকে দেওয়া হচ্ছে এক্সচেঞ্জ অফারও। এই ফোনগুলি কিনলে ২০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
এখানে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্টক্যামেরা। ১২০ হার্জ রিফ্রেশ রেট।
৫০ মেগাপিক্সেল সোনি আইএমএক্স ৮৯০ প্রাইমারি সেনসের, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেনসরও রয়েছে ক্যামেরায়।