আজ, পয়লা আগস্ট থেকে FASTag ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। আপডেটেড 'নো ইওর কাস্টমার' বা KYC -র উপর ভিত্তি করে চালু হবে নতুন নিয়ম।
FASTag হল একটি প্রিপেইড সার্ভিস, যা গাড়ি নিয়ে চলাচল আরও সহজ করে তুলেছে, বিভিন্ন টোল বুথে গাড়ি দাঁড় করানো বা অপেক্ষা করার প্রয়োজন মিটেছে। নতুন নিয়মে বলা হয়েছে, FASTag ব্যবহারকারীদের অতি অবশ্যই ৩১ অক্টোবরের মধ্যে KYC ডিটেলস আপডেট করতে হবে৷ বিশেষত ৩-৫ বছর আগে যদি FASTag ইস্যু করা হয়ে থাকে। যদি ৫ বছরেরও বেশি আগে FASTag ইস্যু করা হয়ে থাকে, তাহলে তা অতি অবশ্যই বদল করতে হবে।
গাড়ির মালিকদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে, তাঁদের রেজিস্ট্রেশন এবং চেসিস নম্বর FASTag এর সঙ্গে লিংক করতে হবে।
যাঁরা নতুন গাড়ি কিনেছেন, তাঁদের গাড়ি কেনার ৯০ দিনের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর আপডেট করতে হবে। FASTag ব্যবহারকারীদের অতি অবশ্যই তাঁদের ডেটাবেস ভেরিফাই করে যাবতীয় ডিটেইলস আপডেট করতে হবে।
গাড়ির ফ্রন্ট এবং সাইড ভিউয়ের স্পষ্ট ছবি তুলে আপলোড করা বাধ্যতামূলক৷ প্রতিটি FASTag এর সঙ্গে একটি যোগাযোগের নম্বর লিং করাও বাধ্যতামূলক।