মাইক্রোসফট তার ব্যবহারকারীদের জন্য বিশেষ ফিচার লঞ্চ করতে চলেছে প্রতিটি ল্যাপটপে। এবার থেকে AI সার্চিংয়ের জন্য কী-বোর্ডে বিশেষ বাটন দিয়েছে। অর্থাৎ সরাসরি কোনও সার্চিংয়ের ক্ষেত্রে বারবার গুগল করার প্রয়োজন হবে না। ওই বিশেষ বাটন প্রেস করেই AI সার্চ করা যাবে। নাম দেওয়া হয়েছে AI কপিলট সার্ভিস।
মূলত AI ভিত্তিক কোনও সার্চ বা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে এই বাটন সুবিধা দেবে। অর্থাৎ ইমেইল লেখা, কোনও টেক্সটের সারমর্ম লেখা, ছবি তৈরির মতো কাজগুলি অতি সহজেই করতে পারবেন ব্যবহারকারীরা।
মাইক্রোসফটের পরবর্তী ভার্সনের যে ল্যাপটপগুলি লঞ্চ করবে তার সবগুলিতেই এই বাটন অ্য়াটাচ করবে। স্পেসবারের ডানদিকে ওই বাটন অ্য়াটাচ করা হয়েছে। আসন্ন CES সম্মেলনে মাইক্রোসফট এই বাটন দেওয়া ল্যাপটপগুলি প্রদর্শিত করবে।