সাময়িক বন্ধ থাকার পর ফের কাজ করতে শুরু করল মেটা। ফলে স্বস্তিতে তামাম দুনিয়া। এরআগে মঙ্গলবার রাত নটা নাগাদ হঠাৎ করেই লগআউট হয়ে যায় ফেসবুক। একই ছবি ধরা পড়ে ইনস্ট্রাগ্রামে। এশিয়া থেকে আমেরিকা, এমনকী ইউরোপে হইচই পড়ে যায়। এক ঘণ্টার মধ্যেই তা ফের চালু হয়ে যায়।
হংকংয়ের এক টেলিকম সংস্থা প্রাথমিক ভাবে দাবি করেছে, লহিত সাগরের নীচে তার কেটে দেওয়া হয়েছে। যার জেরেই এই বিপত্তি বলে প্রাথমিক ভাবে মনে করছে ওয়াকিবহাল মহল। যার জেরে বিশ্বব্যাপী ডাউন হয় ফেসবুক। এছাড়াও ইনস্টাগ্রাম ও ডাউন হয়েছে বলে জানান ব্যবহারকারীরা। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স এ এবিষয়ে অভিযোগ করেন ব্যবহারকারীরা।
ব্যবহারকারীদের অভিযোগ, মঙ্গলবার রাত ৯টা নাগাদ হঠাৎ ফেসবুক বন্ধ হয়ে যায়। নিজে থেকেই লগ আউট হয়ে যায় অধিকাংশ একাউন্ট। সাইবার বিশেষজ্ঞদের মত, সার্ভারের সমস্যার জন্য ফেসবুকের সমস্যা তৈরি হয়েছে।