এবার ছবি থেকেই বানানো যাবে স্টিকার। নতুন আপডেট আনছে হোয়াটসঅ্য়াপ। মেসেজিং অভিজ্ঞতা আরও ভাল করতে নতুন ফিচার্স আনা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ বিটা ইনফোর রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্য়ান্ড্রয়েড ব্যবহারকারীরা যে কোনও ছবি অবতার করে স্টিকারে পরিণত করতে পারবেন। হোয়াটসঅ্যাপ বিটা ইনফো জানিয়েছে, এই ছবি স্টিকার করে ব্যবহার করলেও নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ভিডিয়ো, চলবে লাইভ, কী এই নতুন প্রযুক্তি D2M ব্রডকাস্ট
সম্প্রতি হোয়াটসঅ্য়াপ এনেছে ১৫.১ ইউনিকোড ইমোজি। হোয়াটসঅ্য়াপ মেসেজে সামগ্রিক অভিজ্ঞতা বাড়াতে আরও অনেক নতুন ফিচার্স আনছে হোয়াটসঅ্য়াপের প্রধান সংস্থা মেটা।