পুরনো প্ল্যাটফর্মে নতুন ফিচার্স। হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে মেটা। আর যে সব হোয়াটসঅ্যাপ চ্যানেল সাসপেন্ড আছে, তাদের মালিক, সেই চ্যানেল রিভিউ করতে পারবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্বচ্ছতা আনার জন্য এই নিয়ম চালু করেছে হোয়াটসঅ্যাপ।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ বিটার ২.২৩,২৫.১০ আপডেটে এই সুবিধা দিচ্ছে মেটা। চ্যানেল গাইডলাইন অনুসারে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মালিকরা নিজেদের চ্যানেলের রিভিউ চাইতে পারেন।
রিভিউতে কি সুবিধা হবে
কন্টেন্ট মডারেশনের ক্ষেত্রে ও চ্যানেল প্রমোশনের ক্ষেত্রে মালিক ও মডারেশন টিমের সঙ্গে সরাসরি কথাবার্তা হবে। যার ফলে, কী কী ক্ষেত্রে চ্যানেল সাসপেন্ড হতে পারে, তার ধারণা পাবেন চ্যানেল মালিকরা।
আইওএস ইউজারদের জন্যও নতুন আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। এসএমএসের মাধ্যমে কোড পেতে অসুবিধা হচ্ছিল। এবার মেইল আইডি-তেও হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবেন, আইওএস ব্যবহারকারীরা।