সম্প্রতি মেটা লঞ্চ করেছে বিশেষ AI ফিচার। এবার Whatsapp এও মিলবে এই সুবিধা। যার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন।
Meta AI-কী?
এই ফিচারটি হল মেটার একটি অ্য়াডভান্স AI ফিচার। যেগুলি মূলত Meta-র চ্যাটিং প্ল্যাটফর্মগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে। মেসেঞ্জারের পাশাপাশি হোয়াটসঅ্য়াপেও এই ফিচারটি যুক্ত করা হয়েছে। এর জন্য এই চ্যাটিং প্ল্যাটফর্মে একটি আলাদা বাটন সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীরা এর সুবিধা পাবেন।
কী কী সুবিধা পাওয়া যাবে?
অতি দ্রুত কোনও ছবি তৈরি থেকে শুরু করে কোনও বিষয়ে তথ্য জানার দরকার থাকলে সহায়তা করবে Whatsapp AI। ধরে নিন, চ্যাটিং করতে করতে অতি দ্রুত কোনও ছবির প্রয়োজন। ডাউনলোড করার সময় নেই। মুহূর্তে সেই ছবি আপনি পেয়ে যাবেন Whatsapp AI এর মাধ্যমে। এমনকি কোনও জায়গা সম্পর্কে কোনও তথ্যও জানতে পারবেন এই ফিচারে।
কীভাবে ব্যবহার করবেন?
Whatsapp-এ যোগ করা হয়েছে একটি রাউন্ড আইকন। ওই আইকন ব্যবহার করেই Meta AI ব্যবহার করা যাবে।