হোয়াটসঅ্য়াপে এবার আরও বড় চমক। এবার থেকে Meta AI চ্যাটে ভয়েস মেসেজিং-এর সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সম্প্রতি, নতুন এই ফিচার সম্পর্কে আপডেট দিয়েছে হোয়াটসঅ্য়াপ বিটাইনফো। যার ফলে আর লেখার দরকার নেই ভয়েস মেসেজ পাঠালেই মিলবে উত্তর।
মাস খানেক আগেই AI চ্যাটিং শুরু করেছে মেটার প্ল্যাটফর্মগুলি। মেসেঞ্জার এবং হোয়াটসঅ্য়াপে ওই ফিচার চালু করা হয়েছে। এর ফলে অজানা যেকোনও বিষয় জানার জন্য AI চ্যাটিং-উইন্ডোর সাহায্য নিতে পারেন ব্যবহারকারীরা। এবার আর শুধু টেক্সট মেসেজ নয়, ভয়েস কম্যান্ডের মাধ্যমেই একাধিক বিষয় সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।
কী সুবিধা?
নতুন এই ফিচার যুক্ত করার ফলে বিভিন্ন বিষয়ে AI অ্য়াসিস্ট্যান্টস পাওয়া যায়। অর্থাৎ কোনও বিষয়ে জানতে হলে AI-কে প্রশ্ন করলে তার সঠিক জবাব দিতে প্রস্তুত থাকে চ্যাটবট। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে পুরো বিষয়টি তৈরি করেছে মেটা।
টেক রিপোর্ট অনুযায়ী, আপাতত ভয়েস মেসেজিং অপশনটি বিটা ভার্সনে পরীক্ষা করা হয়েছে। ধীরে ধীরে বাকি সব ব্যবহারকারীদের মধ্যে ওই অপশনটি দেওয়া হবে। এর ফলে টেক্সট লেখার ঝামেলা থেকে মুক্তি মিলবে।
কেন সুবিধা হবে?
AI এর কাছে কোনও প্রশ্নের উত্তর চাইলে ব্যবহারকারীদের সঠিক প্রম্পট করা দরকার। কিন্তু অনেক সময় টেক্সট লেখার ক্ষেত্রে ব্য়বহারকারীরা তা বোঝাতে অসমর্থ হন। ফলে সঠিক উত্তর পাওয়া যায় না। আর তাই সুবিধার জন্য ভয়েস মেসেজিং সার্ভিস চালু হতে চলেছে।