গ্রাহকদের জন্য আরও সুরক্ষিত হতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে নিজের নম্বর গোপন রেখেই চ্যাট করা যাবে। গ্রাহকের ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই এই আপডেট নিয়ে আসছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।
এই আপডেট অনুযায়ী, দুইয়ের অধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করার জন্য কমিউনিটিজের সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কমিউনিটির মধ্যে যোগাযোগ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে গ্রাহকদের নম্বর ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুন - আইটি রিটার্ন ফাইলের শেষ তারিখ ৩১ জুলাই, তারপর আদৌ রিটার্ন ফাইল করা যায়?
এবার সেই নিরাপত্তা নিশ্চিত করতে আপডেট আনছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারী চাইলেই নিজেদের ফোন নম্বর গোপন করে গ্রুপে মেসেজ করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপের কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখা যায় না। এবার বার্তা পাঠানোর ক্ষেত্রেও এই বিশেষ সুবিধা চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ।