বিদেশ সফর অনেকের কাছেই স্বপ্ন। অনেকই নির্দিষ্ট প্ল্যানিং করে, সাজিয়ে বিদেশ সফর করে ফেলেন। তবে যারা প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন, তাঁদের কাছে ট্রাভেল ডকুমেন্ট বিষয়টি অনেকটাই ঝক্কির। সফর চলাকালীন পাসপোর্ট-ভিসা গুছিয়ে রাখতে হয়। বিদেশে ঘুরতে গিয়ে যদি পাসপোর্ট বা ভিসা হারিয়ে যায়, কী করবেন!
পুলিশ রিপোর্ট
বিদেশ সফরে গিয়ে পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমেই পুলিশ রিপোর্ট করতে হবে। হোটেল সংলগ্ন কোনও পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করতে হবে। স্থানীয় থানায় ফরম্যাল রিপোর্ট করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সুবিধা হবে।
দূতাবাসে যোগাযোগ
পুলিশে রিপোর্ট করার পরই আপনাকে সরাসরি ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে হবে। বিদেশে যে কোনও সাহায্যের জন্য দূতাবাসই সব কাজ করে। পাসপোর্ট বা ভিসা হারিয়ে গেলে, প্রয়োজনীয় পদক্ষেপ করবে দূতাবাস। দূতাবাস এক্ষেত্রে এমার্জেন্সি সার্টিফিকেট তৈরি করে দেবে। যাতে দেশে ফিরতে কোনও সমস্যা না হয়।
কীভাবে আবেদন করবেন
বিদেশে পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর, দূতাবাসে জানিয়ে রাখলে আপনি সব দিক থেকে নিরাপদ। এবার ভারতীয় দূতাবাস আপনাকে দুটি অপশন দেবে। আপনি নতুন পাসপোর্ট বানাতে পারেন। এমার্জেন্সি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। যদি দেশে তাড়াতাড়ি ফিরতে হয়, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটাই ভাল।
নতুন করে ভিসা আবেদন
বিদেশ সফর চলাকালীন আপনি যদি নতুন পাসপোর্ট বা এমার্জেন্সি সার্টিফিকেটের আবেদন করেন, তবে নতুন করে ভিসারও আবেদন করতে হবে। দূতাবাসে গিয়ে বা অনলাইনেই ভিসার জন্য আবেদন করা যেতে পারে।
ট্রাভেল ইনসিওরেন্স
যদি আপনি ট্রাভেল ইনসিওরেন্স করিয়ে থাকেন, তা হলে পাসপোর্ট হারানোর বিষয়টি জানান। অনেক সংস্থা পলিসিতেই গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়া অথবা বিপদে পড়লে নতুন করে বিমান পরিষেবার খরচ দেয়। ক্লেইম করার সময়, পাসপোর্ট হারানোর বিষয়টি উল্লেখ করুন। পুলিশ রিপোর্ট, রিসিপ্ট, সব নথি জমা করতে ভুলবেন না।