উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য দুটি নতুন প্ল্যান আনল রিলায়েন্স জিও। বর্তমানে অন্য টেলিকম সংস্থাগুলির সঙ্গে টেক্কা দিতে বাজারে একাধিক প্ল্যান আগেই এনেছে জিও। মাসিক রিচার্জ, বার্ষিক রিচার্জ, দুই রকম প্ল্যান আছে জিও টেলিকমের। প্রিপেইডে ক্ষেত্রে দুটি ফাইভ জি প্ল্যান আনল জিও। একটির দাম ১০২৮, অন্যটি ১০২৯।
১০২৮ টাকার প্ল্যান
১০২৮ টাকার প্ল্যানে জিও প্রিপেইড গ্রাহকদের জন্য ৮৪দিনের ভ্যালিডিটি থাকছে। অর্থাৎ প্রায় তিন মাস রিচার্জ না করিয়ে এই সুবিধা পাবেন। আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠাতে পারবেন গ্রাহকরা। এই প্ল্যানে রোজ ২ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। ৮৪ দিনের মধ্যে মোট ১৬৮ জিবি ডেটা থাকছে। এই প্ল্যানে সবথেকে ভাল দিক, রোজ ২ জিবি ডেটা ফাইভ জি থাকবে। যার ফলে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারে কোনও অসুবিধা হবে না। এই প্ল্যানে থাকছে সুইগি ওয়ান লাইন মেম্বারশিপ কুপনও। পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সার্ভিসও থাকবে।
১০২৯ টাকার প্ল্যান
আগের প্ল্যানের সঙ্গে এই প্ল্যানের খুব বেশি পার্থক্য নেই। রোজ ২ জিবি হাইস্পিড ফাইভ জি ডেটা, ১০০টি এসএমএস থাকছে। পাশাপাশি মোট ১৬৮ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।
এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পাবেন অ্যামাজন প্রাইমের লাইট মেম্বারশিপ। অ্যামাজন প্রাইমের টিভি শো দেখতে পারবেন। পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড, সব ধরনের বিনোদন শো দেখতে পাবেন।
দুটি প্ল্যানের মধ্যে কী পার্থক্য
যারা অনলাইনে খাবার অর্ডার করেন, তাঁদের জন্য ১০২৮ টাকার প্ল্যান অনেকটাই ভাল। সুইগি লাইট মেম্বারশিপ থাকছে এই প্ল্যানের সঙ্গে। আর যারা ওটিটি প্ল্যাটফর্মে সময় কাটান, তাঁদের জন্য ১ টাকা বেশি দিলে হাতে পাবেন অ্যামাজন লাইটের টেলিভিশন শো।