জিও হটস্টার প্ল্যাটফর্মেই বিনামূল্যে দেখা যাবে পছন্দের ওয়েব সিরিজ। খরচ হবে না এক টাকাও।
জিওস্টার লঞ্চ করল নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টার
শুক্রবার জিওস্টার একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টার লঞ্চ করেছে, যা জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারকে মার্জ করে তৈরি করা হয়েছে।
এই নতুন প্ল্যাটফর্মে দুটি ওটিটি প্ল্যাটফর্মের সম্পূর্ণ কনটেন্ট লাইব্রেরি থাকবে। শুধু তাই নয়, বিভিন্ন আন্তর্জাতিক স্টুডিও এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকেও কনটেন্ট দেখা যাবে এখানে। উল্লেখযোগ্যভাবে, দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ভায়াকম এইটটিন এবং স্টার ইন্ডিয়া-র সফল মার্জারের পর জিওস্টার যৌথভাবে গঠন করা হয়েছিল।
একটি প্রেস রিলিজে, জিওস্টার জানিয়েছে যে নতুন প্ল্যাটফর্মে প্রায় ৩ লক্ষ ঘণ্টার কনটেন্ট এবং লাইভ স্পোর্টস কভারেজ থাকবে। লঞ্চের সময়, দুটি প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের একত্রিত করে মোট ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ কোটিরও বেশি হবে।
জিও হটস্টার একটি নতুন লোগো প্রকাশ করেছে। যেখানে জিও হটস্টার শব্দটির পাশে একটি সাতটি স্টারের চিহ্ন রয়েছে।
বর্তমানে, জিও হটস্টার বিনামূল্যে অ্যাক্সেস করা যাবে এবং কনটেন্ট দেখা যাবে। সিনেমা বা লাইভ স্পোর্টস দেখার জন্য কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না। তবে নির্দিষ্ট কিছু কনটেন্ট বিনামূল্যে থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
সংস্থার তরফে জানানো হয়েছে বেশ কিছু প্রিমিয়াম পরিষেবার জন্য সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। এর অর্থ সম্ভবত এই যে পেমেন্ট করা সাবস্ক্রাইবারদের বিজ্ঞাপন দেখানো হবে না এবং তারা উচ্চ রেজোলিউশনে শো স্ট্রিম করতে পারবেন।