সবে মাত্র অ্যাপল ১৬ লঞ্চ করেছে মার্কেটে। এর মধ্যেই IOS ব্যবহারকারীদের জন্য সুখবর। কারণ এবার নতুন আইপ্যাড লঞ্চ করল অ্যাপেল। এই গ্যাজেটের নাম রাখা হয়েছে আইপ্যাড মিনি। এটি অ্যাপেল আইপ্যাডের সপ্তম ভার্সন। এটিই সবচেয়ে ছোট আইপ্যাড।
কী বৈশিষ্ট এই আইপ্যাডের ?
নীল, বেগুনী, স্টারলাইট এবং গ্রে। আইপ্যাড মিনি পাওয়া যাচ্ছে এই চারটি রঙের। দুটি ভার্সনেই পাওয়া যাচ্ছে আইপ্যাডে। একটি শুধুমাত্র Wifi আর অন্যটি Wifi এবং সেলুলার মডেল। আইপ্যাড মিনিতে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও ২৫৬ এবং ৫১২ জিবি স্টোরেজও পাওয়া যাচ্ছে।
এছাড়াও রয়েছে ৮.৩ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। আর সঙ্গে রয়েছে A17 প্রো প্রসেসর। যা আইপ্যাড আরও দ্বিগুণ দ্রুত করবে। এছাড়াও আইপ্যাড মিনিতে রয়েছে ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। সঙ্গে রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স। এছাড়াও বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে যা আইপ্যাডের আগের ভার্সনে ছিল না।
নতুন আইপ্যাড মিনির দাম
আইপ্যাড মিনির ১২৮জিবি-এর ভ্যারিয়েন্টটির দাম ৪৯,৯০০ টাকা। ২৫৬জিবি ভ্যারিয়েন্টটির দাম ৫৯,৯০০ টাকা। আর ৫১২জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯০০ টাকা। আইপ্যাড মিনি বিক্রি শুরু হবে আগামী ২৩ অক্টোবর থেকে।