শুধু পোস্ট বা রিলসে নয়, এবার প্রোফাইলেও থাকবে গান। এমনই নতুন পরিষেবা শুরু করে দিল ইনস্টাগ্রাম। আপনার মেজাজ যেমন, তেমনই গান রাখতে পারেন প্রোফাইলে। তবে প্রোফাইল খুললেই গান নিজে থেকে বেজে উঠবে না। প্রোফাইল বায়োতে গিয়ে ক্লিক করলে শোনা যাবে গানটি।
কীভাবে ইনস্টাগ্রাম প্রোফাইলে গান বাছবেন!
প্রোফাইলে গান বাছতে গেলে এডিট অপশনে যেতে হবে। ইনস্টাগ্রামে লাইসেন্সড গানের লাইব্রেরি থেকে আপনাকে একটি গান বেছে নিতে হবে। রিল বা পোস্টের মতোই একই পদ্ধতি। ৩০ সেকেন্ডের একটি সেগমেন্ট বেছে নিতে হবে। ইনস্টাগ্রামের বায়োতে টেস্ট বলে একটি জায়গা থাকবে। ওখানেই গানটি দেখা যাবে। আপনার বন্ধু ও ফলোয়ার্সরা ওই বায়োতে ঢুকেই আপনার সেট করা গানটিতে ক্লিক করে শুনতে পারবেন। একটি গান সেট করলে,তা থেকেই যাবে। যদি আপনার ইচ্ছে হয়, তা হলে গানটি পাল্টেও ফেলতে পারেন।
জানা গিয়েছে, মিউজিক ইন্ডাস্ট্রির লোকজনের জন্য এই ফিচার্সকে অন্যরকম ভাবে ব্যবহার করতে দেবে মেটা। রিলিজ হওয়ার আগে অপ্রকাশিত গানের ৩০ সেকেন্ড অনুগামীদের শোনাতে পারবেন গায়ক-গায়িকা বা কোনও প্রযোজনা সংস্থা।
আরও একটি ফিচার্সও আপডেট করেছে ইনস্টাগ্রাম। নোটসের রঙ এবার বদলাতে পারবেন ব্যবহারকারীরা। বেশ কিছু কালার প্রম্পট দেওয়া হয়েছে। যার মাধ্যমে নোটসের রং বদল করতে পারবেন ব্যবহারকারীরা।