Mobile to Laptop File Transfer: ফোনের স্টোরেজ ভর্তি? ফাইল ডিলিট না করেই এই কাজটি করুন! জানুন নতুন আপডেট

Updated : Oct 16, 2024 11:13
|
Editorji News Desk

স্মার্টফোন তো ব্যবহার করেন কিন্তু স্টোরেজে সমস্যায় ভুগছেন? এই সমস্যা সমাধানে অনেকেই ফোনে থাকা ফাইল ল্যাপটপে ট্রান্সফার করে নেন। কারণ এর ফলে ফোনের স্টোরেজ খালি করে দেওয়া সম্ভব। কিন্তু সেক্ষেত্রে স্মার্টফোনের সঙ্গে ল্যাপটপ কানেক্ট করবেন কীভাবে?

অনেকে ডেটা কেবলের সাহায্যে ল্যাপটপের সঙ্গে কানেক্ট করেন নিজের স্মার্টফোন। কিন্তু ডেটা কেবলের ট্রান্সফার রেট খুব একটা বেশি থাকে না। ফলে বড় ফাইল ট্রান্সফার করতে সমস্যা তৈরি হয়। 

অন্যদিকে বর্তমানে ওয়ারলেস চার্জিং ডিভাইস দিচ্ছে একাধিক মোবাইল সংস্থা। ফলে সেই সব ক্ষেত্রে ফোনের সঙ্গে ল্যাপটপ কানেক্ট করতে হলে সমস্যার সম্মুখীন হতে হয়। এই প্রতিবেদনে জানতে পারবেন খুব সহজেই কীভাবে ডেটা ট্রান্সফার সম্ভব এবং কোনও ডেটা কেবল ছাড়াই এই কাজ কীভাবে করবেন-

প্রযুক্তির দুনিয়ায় অত্যন্ত পরিচিত একটি নাম  FTP। যার পুরো কথাটি হল ফাইল ট্রান্সফার প্রোটোকল। এর মাধ্যমে মুহূর্তের মধ্যে যে কোনও ফাইল ফোন বা ল্যাপটপ থেকে সহজেই ডেটা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু কীভাবে করবেন? জেনে নিন পুরো পদ্ধতি-

এর জন্য প্রয়োজন একটি অ্য়াপ। Google প্লে স্টোর থেকে ডাউনলোড করুন FTP অ্যাপ। WiFi FTP Server অ্য়াপটি ডাউনলোড করে নিন। এই অ্য়াপটির মাধ্যমেই খুব সহজে ডেটা ট্রান্সফার করতে পারবেন। 

কীভাবে করবেন? 
প্রথমে নিজের ফোনে ডাউনলোড করুন FTP অ্য়াপ
এরপর অ্য়াপ ওপেন করুন
দেখতে পাবেন একটি Server URL অ্য়াড্রেস
যে ল্যাপটপের সঙ্গে নিজের ফোন কানেক্ট করতে চাইছেন সেই ল্যাপটপটি চালু করুন
এরপর ল্যাপটপের This PC ট্যাব ওপেন করুন
সেখানে একটি অ্য়াড্রেস বার থাকবে
ওই অ্য়াড্রেস বারে Server URL-এর পুরো অ্য়াড্রেসটি দিয়ে দিন
এর পর নিজে থেকেই ল্যাপটপ ও ফোনের মধ্যে কানেক্ট হয়ে যাবে
     
তবে সেক্ষেত্রে ফোন ও ল্যাপটপ উভয় ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক। তা না হলে FTP কাজ করে না। তবে এর কয়েকটি সুবিধা ও অসুবিধাও রয়েছে। জেনে নিন কী কী অসুবিধা রয়েছে।

নিরাপত্তা-
FTP-তে নিরাপত্তার ঘাটতি দেখা যায়। এমনকি ট্রান্সফারের সময় ডেটা লস হতে পারে। হ্যাকাররা খুব সহজেই ডেটা অ্য়াকসেস করতে পারে।

এনক্রিপশন সম্ভব নয়-
এনক্রিপশন না থাকার ফলে অতি গুরুত্বপূর্ণ তথ্য যেমন কার্ড পেমেন্ট তথ্য, পাসওয়ার্ড সহজেই হাতিয়ে নিয়ে দেখতে পায় সাইবার অপরাধীরা। 

নজরদারি চালানো কঠিন-
যেহেতু FTP ওপেন নেটওয়ার্ক ব্যবহার করে সেকারণে সেখানে নজরদারি চালানোও কঠিন। ডেটা ট্রান্সফারের সময় ঠিক কোন লেয়ারে ডেটা লস হচ্ছে তা বোঝা বেশ কঠিন। 

FTP-র সুবিধা

দ্রুত ফাইল ট্রান্সফার
অতি দ্রুত ফাইল ট্রান্সফার করা সম্ভব হয় FTP-র মাধ্যমে। 

বড় ফাইল ট্রান্সফার-
কয়েক GB-র ফাইল মুহূর্তের মধ্যে FTP-দিয়ে ট্রান্সফার করা সম্ভব হয়। এমনকি কোয়ালিটির কোনও ঘাটতি হয় না। 

ট্রান্সফার রিজিউম করা সম্ভব 
কোনও ফাইল ট্রান্সফারের সময় লিঙ্ক ব্রেক করলে রিজিউম করা সম্ভব হয় FTP-তে। 

Mobile

Recommended For You

editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ