ইউটিউবে ভিডিয়ো দেখার সময় স্ক্রিনশট নিতে হয়! অনেক সময় ফোনে বা ডেস্কটপে নেট কানেকশন ভাল না থাকায়, কম রেজোলিউশনের স্ক্রিনশট আসে। অন্য কোনও কাজে ব্যবহার করা যায় না। এবার সমস্যার সমাধানে নিজেই এগিয়ে এল ইউটিউব।
অনেকেই ব্রাউজারের বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করেন। কিন্তু তাতেও অনেক ব্যক্তিগত সুরক্ষার প্রশ্ন থেকে যায়। পাসওয়ার্ড চুরি সহ সাইবার হামলারও ঝুঁকি থাকে। তাই ইউটিউব কিছু ব্যবহারকারীদের এই ফিচার্স দেওয়া শুরু করেছে। যার মাধ্যমে ভাল কোয়ালিটি স্ক্রিনশট নেওয়া যাবে ইউটিউব থেকেই।
কীভাবে করবেন? ইউটিউবে ভিডিয়ো চালাতে হবে। যে অংশের স্ক্রিনশট নিতে চান, সেই জায়গায় পজ করতে হবে। মাউসের ডান দিকে ক্লিক করে সেভ ভিডিয়ো ফ্রেম অ্যাজ বলে একটি অপশন থাকবে। ক্লিক করলেই স্ক্রিনশট সেভ হবে।