প্রিয়জনদের ছবি স্টোর করে রাখার জন্য মোবাইল ফোন বেস্ট। কারণ যে কোনও সময় পছন্দের ছবি দেখা যায়। কিন্তু কোনও ছবি ডিলিট হয়ে গেলেই বিপত্তি। কম্পিউটার বা ল্যাপটপে থাকলে একই ছবি ভিন্ন ফোল্ডারে রাখা যেতে পারে। ফলে ডিলিট হলেও অন্য ড্রাইভ থেকে মিলবে সেই ছবি। কিন্তু মোবাইল ফোনে সেই সুবিধা নেই।
তবে খুব সহজেই আপনি ফিরে পেতে পারেন আপনার পছন্দের ডিলিট হওয়া কোনও ছবি। কীভাবে? জেনে নিন এই প্রতিবেদনে।
ডিলিট হওয়া ছবি ফিরে পেতে কোনও অ্যাপ ইনস্টল করার দরকার নেই। প্রতিটি অ্য়ান্ডরয়েড ফোনে থাকে গুগল ফটোজ। তার মাধ্যমেই ডিলিটেড ফটো ফিরে পাওয়া সম্ভব। তার জন্য প্রথমেই কয়েকটি বিষয় জেনে নেওয়া জরুরি।
প্রথমত গুগল ফটোজ একটি ক্লাইড বেসড অ্য়াপ। অর্থাৎ, গুগল ক্লাউডের যাবতীয় তথ্য অর্থাৎ ফটো, ভিডিও স্টোর থাকে ক্লাউডে। সেখান থেকে কোনও ফাইল ডিলিট করলে তা জমা হয় নির্দিষ্ট একটি ফোল্ডারে। ওই ফোল্ডার থেকে ডিলিটেড ফাইল রিকভার করা সম্ভব।
পুরো পদ্ধতি জানুন-
তবে ৬০ দিনের পুরনো ছবি রিস্টোর করা সম্ভব নয়।