স্মার্টফোন রয়েছে অথচ হোয়াটসঅ্য়াপ ব্যবহার করেন না এমন মোবাইল ব্যবহারকারী খুঁজে পাওয়া যাবে না। আড্ডা, গল্প যেমন হোয়াটসঅ্য়াপের মাধ্যমে করা সম্ভব তেমনই অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজও হোয়াটসঅ্য়াপের মাধ্যমে করা হয়।
অফিসের কাজের জন্য় এখন ব্যাপক ভাবে হোয়াসটঅ্য়াপ ব্যবহার করা হয়। ফলে অফিস ডেস্কে নিজের ল্যাপটপ বা ডেস্কটপে চালু রাখতে হয় ব্যক্তিগত হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট। সেকারণে অনেকসময় ব্যক্তিগত চ্যাটও সহকর্মীরা দেখতে পান। খুব সহজেই এই সমস্যা থেকে সমাধান পাবেন।
যে কেউ লুকিয়ে রাখতে পারেন ব্যক্তিগত হোয়াটঅ্য়াপ চ্যাট। ফলে ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্য়াপ খোলা থাকলেও তা কারোর নজরে পরবে না। জেনে নিন কীভাবে ব্যক্তিগত কোনও চ্যাট লুকিয়ে রাখবেন।
Read More- মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে? খালি রাখার সহজ উপায়
প্রথমে হোয়াটসঅ্য়াপ চালু করুন। তারপর যার চ্যাট হাইড করবেন সেই কনট্যাক্ট লিস্টে গিয়ে লং প্রেস করুন। সেখানে আর্কাইভ নামে একটি অপশন দেখতে পাওয়া যাবে। ওই অপশনে ট্যাপ করলেই ওই চ্যাট হাইড হয়ে যাবে। এবং একদম উপরে একটি আর্কাইভ নামের ফোল্ডার তৈরি হবে। সেখানে হাইড কনট্যাক্ট দেখা যাবে।